International Women Day Celebration by BDExpat Women’s Core

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে Bangladeshi Expatriate community মালয়েশিয়ার Women’s Core গত ৮ ই মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৯ টায় “অপরাজিতা” শিরোনামে একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে। আন্তর্জাতিক নারী দিবস- ২০২২ -এর প্রতিপাদ্য “ব্রেক দ্য বায়াস’ এই থিম টি কে সামনে রেখে অনুষ্ঠানটির লক্ষ্য ছিল মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী নারীদের সাফল্যের গল্প তুলে ধরে নারীদের অনুপ্রাণিত করা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেদৌরা নাজনীন ঈশিতা এবং এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সহধর্মিনী ম্যাডাম তাসলিমা সারওয়ার। ম্যাডাম সারোয়ার সমাজে নারী-পুরুষ উভয়ের অবদানের ভারসাম্য রক্ষার উপরে গুরুত্ব আরোপ করেন তার বক্তব্যে। এছাড়াও বিডিএক্সপেট উইমেনস কোরের লোগো উন্মোচন করেন সম্মানিত অতিথি ম্যাডাম তাসলিমা সারওয়ার। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. লুবনা আলম এবং মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশী কমুনিটির সুপার ওমেন ভূষিত করে ৬ জন নারীর সফলতার প্রেক্ষাপট তুলে ধরা হয়। তারা হলেন, ইপা বড়াল (ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজার, ব্রিটিশ আমেরিকান টোবাক্য মালয়েশিয়া), ড লুবনা আলম (সিনিয়র লেকচার, ন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া), রকিবা রিয়াজ টিনা (ফাউন্ডার ও ডিরেক্টর, স্পেকট্রাম ইন্টেগ্রেটেড সলিউশন এস ডি এন, বি এইচ ডি), ড সুলতানা আলম (প্রভাষক, টুংকু আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়), তিয়াসা কাবেজ (ফাউন্ডার টিযে ক্যাটারিং) এবং সুমাইয়া জাফ্রিন চৌধুরী (সোশ্যাল এন্টারপ্রেনর)।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন ড লুবনা আলম, প্রমুগ্ধা চৌধুরী, ড মহুয়া রায় চৌধুরী এবং বন্দীশা চ্যাটার্জি।

Please follow and like us: