এ বছর বাংলাদেশী এক্সপাট কমিউনিটি বাংলা নববর্ষের প্রথম দিন (পহেলা বৈশাখ) উদযাপন করবে কুয়ালা লামপুরের ওয়াই এম সি এ মিলনায়তনে। এবারের অনুষ্ঠানের কোন এন্ট্রি ফি থাকছে না এবং অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে। এই অনুষ্ঠানের শিশু কিশোরদের জন্য বিভিন্ন আয়োজন ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে অতিথি শিল্পী ছাড়াও এক্সপাট কমিউনিটি থেকে নাচ, গান, কবিতা, নাটক এবং ফ্যাশন শো থাকবে এবারের আয়োজনে।
এই অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। যেহেতু অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত এবং বাংলা নববর্ষের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে, তাই এবারের লোক সমাগম বিগত বছরের তুলনায় অনেক বেশী হবে।
এই মিলনায়তনে ১০ টি বুথ স্থাপন করা হবে। বুথের আকার হবে ৪ বাই ২ ফিট। প্রতিটি বুথে একটি টেবিল ও ২টি চেয়ার দেয়া হবে। বুথের সামনে একটি ক্রস ব্যানার স্থাপনের অনুমতি দেয়া হবে। পুরো হলটি শিতাতপ নিয়ন্ত্রিত। বুথ গুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে। আগ্রহী উদ্দোক্তাদের অতি শীগ্রই বুথ বুকিং করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৬৩২২৬৮৮০ বা info@bdexpat.com এ।
বুকিং ক্যাটাগরি
- বিডিএক্সপাট মেম্বার এবং ব্যক্তিগত (অ- প্রতিষ্ঠানিক) ২০০ রিঙ্গিত
- বিডিএক্সপাট মেম্বার এবং প্রতিষ্ঠানিক ৩০০ রিঙ্গিত
- বিডিএক্সপাট নন-মেম্বার ৫০০ রিঙ্গিত
ভেনুর লোকেশনঃ
বুকিং এর জন্য নিচের লিংককে ক্লিক করুন
http://www.dhakaisoft.com/bdexpat1/product/%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC/
http://www.dhakaisoft.com/bdexpat1/product/%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC-2/
http://www.dhakaisoft.com/bdexpat1/product/%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC-3/