পহেলা বৈশাখের ১৪২৫ অনুষ্ঠানের চাঁদা

আসছে ১৪ ই এপ্রিল ২০১৮, পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপন উপলক্ষ্যে আমরা একটি দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করেছি।

অনুষ্ঠানের সময়ঃ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা।

অনুষ্ঠানের স্থানঃ Aquarius Room, Nexus Regency Suites and Hotel. No 2, Jalan Perimbun 27/11, Taman Bunga Negara, Seksyen 27, 40400 Shah Alam, Selangor. GPS link is here,

টিকেটঃ

জনপ্রতি চাঁদার হার নিম্নরূপঃ
১। পুর্ণ বয়স্কঃ  ৬০ রিঙ্গিত। টিকেটের জন্য ক্লিক করুন
২। ছোট বাচ্চা (৩ – ১২ বছর বয়স)ঃ ৩০ রিঙ্গিত। টিকেটের জন্য ক্লিক করুন
৩। ছোট বাচ্চা (৩ বছরের কম বয়স)ঃ ফ্রি।

 

সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচী

সকাল ১১ঃ৩০ – অতিথিদের আগমন।

দুপুর ১২ঃ০০ – ছোটদের জন্য আয়োজন।

দুপুর ১ঃ০০ – মধ্যাহ্নভোজ।

দুপুর ২ঃ৩০ – সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব  – ১।

বিকাল ৫ঃ০০ – চা/কফি পরিবেশন।

বিকেল ৫ঃ৩০ – সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব  – ২।

 

মধ্যাহ্নভোজ

১। সাদা ভাত।

২। ইলিশ মাছ ভাজি।

৩। ডাল।

৪। মুরগীর কারি।

৫। খাসীর মাংস ভুনা।

৬। ডিম আলু ভর্তা।

৭। বেগুন ভর্তা।

৮। শুঁটকী ভর্তা।

৯। আঁচার।

১০। সবজি।

১১। দেশী সালাদ।

১২। পানীয়।

১৩। মিষ্টি।

১৪। দই।

 

বিঃ দ্রঃ

  • এই অনুষ্ঠান শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। টিকেট কেনা সাপেক্ষে আমন্ত্রন পত্র দেয়া হবে, যা প্রবেশ পথে প্রদর্শন করতে হবে।
  • মোট আসন সংখ্যা ১২০।
  • চাঁদার পরিমান বা অন্য কোন বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে, দয়া করে আয়োজকদের (রিয়াজ ০১৬৩২২৬৮৮০, প্রজ্জ্বল ০১২২৪০৬৩১৩) সাথে যোগাযোগ করুন।
Please follow and like us:

Leave a Reply