Bangla New Year 1426 Celebration: A Colorful Festivity by Bangladeshi Expats in Malaysia!

এ বছর বাংলাদেশী এক্সপ্যাট কমিউনিটি বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করেছে কুয়ালা লামপুরের YMCA Auditorium এ। ১৪ই এপ্রিল ২০১৯, রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একটানা চলে অনুষ্ঠান। এর মধ্যে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, ফ্যাশন শো, আবৃতি, দলীয় সংগীত, দলীয় নাচ, ব্যান্ড, ফোক ইত্যাদি ছিলো মূল আকর্ষন।

এই অনুষ্ঠানে Valyou, US Bangla Airline, Dine and Dessert, Radhuni, Pran, Carrot, Deshi Bazar Malaysia, Deshi Food Malaysia স্পন্সর হিসেবে সহায়তা করেছেন।

Please follow and like us: