Embassy Notice: ১৯.০১.৬০০.০০৪-৩৩-১১.১৮-৬৯৭ তারিখঃ ১৯/৫/২০২০ইং
মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন (রি-ইস্যু) সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
১) মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন (রি-ইস্য) করার জন্য কোন তথ্য পরিবর্তন না থাকলে সশরীরে হাইকমিশনে আসার প্রয়োজন নেই, মালয়েশিয়ার ডাকযোগে (পোষ্ট লাজু) এই সেবা গ্রহন করা যাবে।
২) সঠিকভাবে পূরণকৃত রি-ইস্যু ফরম, মে ব্যাংক এর হাইকমিশনের নির্ধারিত একাউন্টে পাসপোর্ট ফি প্রদানের মূল রশিদ হলুদ রংয়ের পেমেন্ট স্লিপ), পুরনো মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসার স্পষ্ট ফটোকপি এবং রি-ইস্যু আবেদন ফর্মে আবেদনকারীর স্বাক্ষর ও মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ ব্যবহত নম্বর) ইত্যাদি সহযোগে পূর্নাঙ্গ ফাইল প্রস্তুতপূর্বক বাংলাদেশ হাইকমিশনের ঠিকানায় রেজিস্টার্ড ভাকযোগে প্রেরণ করতে হবে। প্রস্তুসকৃত পূর্নাঙ্গ ফাইলের ১ সেট ফটোকপি নিজের কাছে রাখার পরামর্শ দেয়া হল।
৩) উপরে ২নং অনুচ্ছেদে বর্ণিত চাহিত কাগজপত্র বা ডকুমেন্ট সরবরাহ করা না হলে কিংবা অসম্পূর্ন থাকলে আবদেনপত্র প্রক্রিয়াকরণ করা হবেনা। তবে পাসপোর্ট ফি সংক্রান্তে কোন গরমিল হলে আবদেনপত্র একেবারেই প্রক্রিয়াকরণ করা হবেনা। অন্যান্য সংশোধনযোগ্য ক্ষেত্রে হাইকমিশন হতে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে তাকে জানিয়ে দেয়া হবে।
8) ডাকযোগে কাগজপত্রাদি প্রেরণের জন্য হাইকমিশনের ঠিকানাঃ Lot 5B & 5C (Lot No 9 & 10), Jalan Sultan Yahya, 54100 Kuala Lumpur, Malaysia.
৫) পাসপোর্ট ফি জমা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার হিসাব নং May Bank Account 564427102268.
পাসপোর্ট ফিস কে) ছাত্র এবং শ্রমিক-১১৬ আরএম (খ) অন্যান্য ক্ষেত্রে (ডিপেনভেন্ট, প্রফেশনাল)–৩৮৫ আরএম জমা দিতে হবে।
৬) রি-ইস্যু আবেদন হাই কমিশন কর্তৃক গৃহীত হয়েছে কিনা জানতে https://appointment.bdhckl.gov.bd/entrylist ভিজিট করুন।
৭) পাসপোর্ট ডেলিভারী স্লিপ নম্বর থেকে শুরু করে পাসপোর্ট সংগহের সকল প্রক্রিয়া জনাতে https://appointment.bdhckl.gov.bd/ ভিজিট করুন
৮) রি-ইস্যু আবেদনে পাসপোর্টের কোন তথ্য পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তনের স্বপক্ষে উপযুক্ত কাগজসহ আবেদরকারীকে এবং বাচ্চার মেশিন রিডেবল পাসপোর্ট ১ম বারের মত করতে হলে বাচ্চাসহ বাবা মাকে হাইকমিশনে
আসতে হবে। উল্লেখ্য, হাইকমিশনে আসার পূর্বে উপরোক্ত দুটি মোবাইল নম্বরে ফোন করে এপয়নমেন্ট নিয়ে আসতে হবে।
৯) ডাকযোগে প্রেরিত খামে কেবলমাত্র একজন আবেদনকারীর ১টি পূর্নাঙ্গ আবেদন পাঠানো যাবে । তবে এ নিয়ম পরিবারের একাধিক সদস্যের আবেদন প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য নয় ।
১০) ঢাকা হতে পাসপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে পাসপোর্ট প্রদান করা সম্ভব হবে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশে স্বাভাবিক কার্যক্রম বিলম্বিত হওয়ায় পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্ব হতে পারে।
হাই কমিশনের নোটিসের লিংকঃ https://www.bdhckl.gov.bd/notice/